দারুণ ছন্দে থাকা আর্লিং হলান্ড আবারও ঝলক দেখালেন। রবিবার ইথিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ টেবিলে দুই ধাপ উঠে দ্বিতীয় স্থানে পৌঁছেছে।
স্বাগতিকদের প্রথম গোল আসে সপ্তদশ মিনিটে, যখন হলান্ড দলকে এগিয়ে নেন। আট মিনিট পর সমতা ফেরান বোর্নমাউথের টাইলার অ্যাডামস। তবে দ্বিতীয়ার্ধে বেশি অপেক্ষা করতে হয়নি, ৩৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হলান্ড।
এই কীর্তি দিয়ে হলান্ড প্রিমিয়ার লিগের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে ঘরের মাঠে চারটি ম্যাচে টানা দুই বা এর বেশি গোল করার রেকর্ড গড়লেন। আগের দুইজন হলেন লুইস সুয়ারেস ও রবি ফাউলার।
১০ ম্যাচে ১৩ গোল নিয়ে এবারের লিগের সর্বোচ্চ গোলদাতা হল হলান্ড। এই মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ১৬ ম্যাচে তার গোলসংখ্যা পৌঁছেছে ২৬।
৬০তম মিনিটে ম্যাচের তৃতীয় গোলটি করেন সিটির মিডফিল্ডার নিকো ও’রাইলি, যা দলের জয় নিশ্চিত করে।
এবার ম্যানচেস্টার সিটির ১০ ম্যাচে ছয়টি জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট, যা তাদের দ্বিতীয় স্থানে অবস্থান নিশ্চিত করেছে। চূড়ায় রয়েছে আর্সেনাল ২৫ পয়েন্ট নিয়ে। বোর্নমাউথের পয়েন্ট ১৮, যা তাদের চতুর্থ স্থানে রাখে।
বিডি প্রতিদিন/মুসা