আগামী ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম সংস্করণ। তার আগে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে দলগুলো। বিশ্বকাপের আগে শেষ সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।
১৪ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার নাথান স্মিথ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে ভালো করলে বিশ্বকাপের জন্য কপাল খুলে যেতে পারে ওয়েলিংটনের এই অলরাউন্ডারের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করবেন নিউজিল্যান্ডের হেড কোচ রব ওয়াল্টার। কিউইদের হয়ে ওয়ানডেতে এরই মধ্যে অভিষেক হয়েছে স্মিথের। দলটির হয়ে ১৩ ওয়ানডে খেলেছেন তিনি।
স্মিথের প্রশংসা করে নিউজিল্যান্ড কোচ ওয়াল্টার বলেন, ‘নাথান টেস্ট ও ওয়ানডেতে আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা শক্তিশালী করেছে। আশা করি, এই সিরিজে সে কাজটা সুন্দরভাবে করবে।’
চোট কাটিয়ে নিউ জিল্যান্ড দলে ফিরেছেন আরেক পেস বোলিং অলরাউন্ডার কাইল জেমিসন। সাইড স্ট্রেইনের কারণে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তিনি।
এছাড়া অক্টোবরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর আবার টি-টোয়েন্টি দলে ফিরেছেন লেগ স্পিনার ইশ সোধি। পেসার ম্যাট হেনরিকে বিশ্রাম দিয়েছেন কোচ। টি-টোয়েন্টি সিরিজ শেষে শুরু হওয়া ওয়ানডে ও টেস্টের জন্য প্রস্তুত থাকার জন্য এই সিদ্বান্ত।
চোটের কারণে ফিন অ্যালেন (পা), লকি ফার্গুসন (হ্যামস্ট্রিং), অ্যাডাম মিলন (হাঁটু), গ্লেন ফিলিপস (গ্রোইন) ও বেন শিয়ার্স (হ্যামস্ট্রিং) দলে জায়গা পাননি। অকল্যান্ডে বুধবার ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে নিউ জিল্যান্ড।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল:
মিচেল স্যান্টনার (ক্যাপ্টেন), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস, কাইল জেমিসন, ড্যারেল মিচেল, জিমি নেশাম, রচিন রবীন্দ্র, টিম রবার্টসন, টিম সেইফার্ট (উইকেটকিপার), নাথান স্মিথ, ইশ সোধি।
বিডি প্রতিদিন/নাজিম