সিলেটে সংগ্রাম পরিষদের নেতাদের গ্রেফতার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে রিকশা, ভ্যান ও ইজিবাইক চালকরা। রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের বরিশাল জেলা শাখার উদ্যোগে রোববার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ করা হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা কমিটির দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার। সঞ্চালনা করেন রিকশা ব্যাটারিচালিত রিকশা ইউনিয়ন বরিশাল জেলার দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক।
বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন খোকন, বরিশাল রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ইজিবাইক সংগ্রাম পরিষদের বরিশাল জেলা সংগঠক রমজান আকন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, গত ৩১ অক্টোবর সিলেটে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স-দাবিতে ঘোষিত কর্মসূচির আগে পুলিশ অনুমতি দেয়নি। পরে জেলা বাসদ অফিস ঘেরাও করে ২২ শ্রমিক নেতাকে আটক করে। এর আগেও সিপিবি নেতা আনোয়ার হোসেন সুমনসহ আরও ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
নেতৃবৃন্দ বলেন, নতুন ডিজাইনের গাড়ি চালুর নামে বিদ্যমান ব্যাটারিচালিত যান উচ্ছেদ করা হচ্ছে এবং শ্রমিক নেতাদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। দ্রুত আটক শ্রমিকদের মুক্তি ও মামলা প্রত্যাহার না হলে সারাদেশে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর বগুড়া রোডের অপসো স্যালাইনের শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে অনুষ্ঠিত কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন তারা।
বিডি প্রতিদিন/হিমেল