সিরাজগঞ্জের শাহজাদপুর বন্ধুরা মিলে মোটরসাইকেল প্রতিযোগিতা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রুহান নামে এক তরুণ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
রবিবার (২ নভেম্বর) দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উপজেলার টেটিয়ার কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহান (১৭) উল্লাপাড়া উপজেলার পৌর সদরের বাসিন্দা এবং আহত বাদশা উল্লাপাড়ার গয়হাটা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক এমদাদ হোসেন জানান, তিনটি মোটরসাইকেলে কয়েকজন তরুণ উল্লাপাড়া থেকে পাবনার দিকে প্রতিযোগিতা করে বিকট শব্দ ও দ্রুতগতিতে যাচ্ছিল। মোটরসাইকেল তিনটি শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের টেটিয়ার কান্দা এলাকায় পৌঁছালে একে অন্যের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেহগনি গাছের উপর আছড়ে পড়ে।
এ সময় দুই মোটরসাইকেল আরোহী ছিটকে পড়লে ঘটনাস্থলেই রুহান নামের একজন মারা যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় অপর আরোহী বাদশাকে উদ্ধার করে স্থানীয় পিপিডি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেছেন।
বিডি-প্রতিদিন/জামশেদ