গাজীপুরে রনি হত্যা মামলার প্রধান আসামি ফাহাদ সরকার টুটুল (৩১)–কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতার টুটুল গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার হাড়িনাল এলাকার মো. বাশির সরকারের ছেলে। নিহত রনি হাসান পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের মৃত আলাউদ্দিন খাঁর ছেলে। তিনি রাজধানীর যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড এলাকার জাহাঙ্গীর আলমের বাড়িতে ভাড়া থাকতেন।
র্যাব জানায়, গত বছরের ২৯ আগস্ট গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা। পরে নিহতের স্ত্রী মোছা. সাবিনা আক্তার (৩৯) এসে লাশ শনাক্ত করেন।
পরিবারের ধারণা, ওই বছরের (২০২৪) ২৯ আগস্ট সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে কোনো একসময় অজ্ঞাত ব্যক্তিরা পরিকল্পিতভাবে রনিকে হত্যা করে। এরপর ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে তারা লাশটি হাসপাতালের জরুরি বিভাগের বারান্দায় ফেলে রেখে পালিয়ে যায়।
নিহতের পরিবার জানায়, রনির শরীরের পিঠ, ঘাড় ও দুই উরুতে আঘাতের একাধিক চিহ্ন ছিল। পরে তার স্ত্রী সাবিনা আক্তার বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১, স্পেশালাইজড কোম্পানি গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের একটি অভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন মনুরখোলা এলাকায় অভিযান চালিয়ে টুটুলকে গ্রেপ্তার করে।
এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি চাইনিজ ফোল্ডিং নাইফ এবং নগদ ৫৭০ টাকা জব্দ করা হয়।
র্যাব-১ (স্পেশালাইজড কোম্পানি) গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. নাফিজ বিন জামাল জানান, গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাছে হস্তান্তর করা হয়েছে।
পরে জিএমপি সদর থানা পুলিশ রবিবার (২ নভেম্বর) টুটুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
বিডি প্রতিদিন/আশিক