জাতীয়করণের দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় বসে পড়ায় ওই সড়কে যানজট তৈরি হয়েছে। দেখা দিয়েছে জনভোগান্তি। অনেকে রাস্তা বন্ধ করে আন্দোলনের জন্য ক্ষোভও প্রকাশ করেছেন।
ইবতেদায়ি শিক্ষকরা গতকাল দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে লংমার্চ শুরু করলে পুলিশ বাধা দেয়। এতে রাস্তায়ই বসে পড়েন শত শত শিক্ষক। ফলে পল্টন থেকে কদম ফোয়ারা অভিমুখী সড়কটি বন্ধ হয়ে যায়। একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষকরা রাস্তায়ই জোহরের নামাজ আদায় করেন। তাদের অবস্থানের কারণে প্রেস ক্লাব থেকে পল্টন হয়ে কদম ফোয়ারা অভিমুখী সড়কে অনেক গাড়ি আটকে থাকে, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শাহবাগের বাসের যাত্রী রবিন আহমেদ বলেন, এদেশে আন্দোলন হলেই রাস্তা বন্ধ করে দেওয়া হয় এতে করে হাজার হাজার মানুষের যে ভোগান্তি হয় সেটা তাদের ভ্রুক্ষেপ নেই। আরেক যাত্রী শরিফুল বলেন, সাধারণ নাগরিকের যত ভোগান্তি পোহাতে হয়। মগবাজার থেকে পল্টন আসতে সময় লেগেছে দেড় ঘণ্টা। এখন আবার আন্দোলনের কারণে রাস্তা বন্ধ করে রেখেছে। দেশের বিভিন্ন জেলা থেকে এই কর্মসূচিতে আসা শিক্ষকদের হাতে বিভিন্ন রকমের প্ল্যাকার্ড-ফেস্টুন দেখা যায়। তারা স্লোগান দিতে থাকেন। শিক্ষকদের আন্দোলনের সময় বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে সতর্ক অবস্থানে দেখা যায়।