যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে কঠোর সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ট্রাম্প প্রশাসনের কার্যক্রমকে 'অনাচার ও বেপরোয়া' বলে অভিহিত করে তাদের প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন তিনি।
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে গভর্নর নির্বাচন। এ উপলক্ষ্যে ভার্জিনিয়ার নরফোক শহরের ওল্ড ডোমিনিয়ন বিশ্ববিদ্যালয়ে শনিবার আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি। ভার্জিনিয়ার গভর্নর পদপ্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গার ও নিউজার্সির গভর্নর পদপ্রার্থী মিকি শেরিলের পক্ষে এ সমাবেশ আয়োজন করা হয়।
ওবামা বলেন, যুক্তরাষ্ট্র এখন বেশ অন্ধকারের মধ্যে রয়েছে। হোয়াইট হাউস প্রতিদিন নতুন করে মানুষকে অনাচার, বেপরোয়া, নীচ মনোভাব ও উন্মাদনার সাক্ষী করছে।
তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আমরা যদি আজকের বাস্তবতা মেনে নিই, তাহলে ভবিষ্যতের জন্য কোনো আশাই অবশিষ্ট থাকবে না। আমাদের এখনই ঘুরে দাঁড়াতে হবে। বেপরোয়া কার্যক্রমের জবাব দিতে হবে ব্যালটের মাধ্যমে।
ওবামা বিশেষভাবে ট্রাম্প প্রশাসনের বাণিজ্যনীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করেন। তিনি ট্রাম্পের 'অস্থির শুল্কনীতি'কে অর্থনীতির জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন। সেই সঙ্গে শহরাঞ্চলে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তকে 'গণতান্ত্রিক স্বাধীনতার ওপর হুমকি' হিসেবে উল্লেখ করেন।
ওবামা অভিযোগ করেন, ট্রাম্পকে খুশি করতে অনেক ব্যবসায়ী নেতা, আইন সংস্থা ও বিশ্ববিদ্যালয় 'হাঁটু গেড়ে বসেছে'।
নোবেলজয়ী ওবামা জনগণের প্রতি নির্বাচনে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই নির্বাচন শুধু দুই প্রার্থীর নয়, এটি আমাদের মূল্যবোধ, সম্মান ও গণতন্ত্র রক্ষার লড়াই।
সূত্র: রয়টার্স
বিডি-প্রতিদিন/এমই