বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। ভোট পেছানোর জন্য একটি দল দুই দিন পর পর নানা দাবি তুলছে। তবে ড. ইউনূস ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিজয়ী হবে।
রবিবার বিকেলে নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলবে। জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেবো।
বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ ২৪ বছর ধরে আমার মা-বোনরা দুলুকে ধানের শীষে ভোট দিতে অপেক্ষা করেছে। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য মানুষ আশায় আছে। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন। এ নির্বাচনকে নিয়েও নতুন করে ষড়যন্ত্র চলছে। একটি রাজনৈতিক দল, যারা এ দেশে এক সময় স্বাধীনতার বিরুদ্ধ আচারণ করেছিল, তারা এক সময় আমাদের জোটের সঙ্গে ছিল।
দুলু আরও বলেন, ফ্যাসিবাদরা এ দেশ ছেড়ে পালিয়ে গেছে। একটি দল কিছুদিন আগে বলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না, এখন আবার বলছেন, গণভোট ছাড়া নির্বাচন হবে না। এ গণভোট করতে গেলে রাষ্ট্রের শত শত কোটি টাকা ক্ষতি হবে এবং জাতীয় নির্বাচনের দিনই গণভোট হবে এটাই বিএনপির চাওয়া।
এসময় আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারসহ অনেকেই।
বিডি প্রতিদিন/এমআই