রঙিন সবজিতে ভরে ওঠবে গৃহিনীর আঙিনা। সেই লক্ষে কুমিল্লার লাকসাম উপজেলার মনপাল গ্রামে উঠান বৈঠক ও ৪০ জন গৃহিণীর মাঝে সবজির বীজ বিতরণ করা হয়।
রবিবার বিকালে মনপাল মোল্লা বাড়ির উঠানে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে এই বৈঠক করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লাকসাম অফিস। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন লাকসাম উপজেলা কৃষি অফিসার মো. আল- আমিন। বিশেষ অতিথি ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী আহমদ ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফজলুল হক।
এসময় প্রধান অতিথির বক্তব্যে লাকসাম উপজেলা কৃষি অফিসার মো. আল আমিন বলেন,বাজারের সবজি ও ফলে কে কি কীটনাশক ব্যবহার করেন তা আমরা জানি না। তাই নিজেদের সবজি ও ফল উৎপাদনে মনোযোগী হতে হবে। বিশেষ করে এই সুযোগ গ্রামে বেশি রয়েছে। এতে তাজা ফল ও সবজি পাওয়া যাবে। বিষমুক্ত খাবারের সাথে নিজেদের অর্থেরও সাশ্রয় হবে। তিনি নারীদের পরিবারের সদস্যদের সুস্থ রাখতে নিজেদের বাড়ির আঙিনায় চাষাবাদে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।
বিডি প্রতিদিন/এএম