জয়পুরহাটে অসময়ের বৃষ্টিতে আগাম আলু ও আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের খোঁজখবর নিতে মাঠে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
রবিবার (২ নভেম্বর) সকালে তিনি আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের মাতাপুর ও আয়ালগাড়ী এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে দেখা করেন এবং তাদের সমস্যার কথা শোনেন।
এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন, ‘হঠাৎ সৃষ্ট নিম্নচাপের কারণে অসময়ের বৃষ্টিতে উপজেলার অনেক কৃষক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে এ এলাকায় আগাম আলু চাষ হয়ে থাকে। বৃষ্টির কারণে আলুর বীজ নষ্ট হয়ে গেছে, পাশাপাশি আমন ধানও পানিতে তলিয়ে গেছে। কৃষকদের দুর্দশা আমি নিজ চোখে দেখেছি।’
তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়ে আক্কেলপুর উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি আশ্বাস দিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি—দুর্দশাগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার পদক্ষেপ নিতে হবে।’
এ সময় বিএনপি, কৃষক দলসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/জামশেদ