রাজধানীর উত্তর বাড্ডার আলীর মোড়ে একটি ভবনের বন্ধ ফ্যাক্টরি থেকে দুজনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন পুরুষ ও অন্যজন নারী।
পুলিশ বলছে, ওই ভবনের তিন তলায় একটি মাদরাসা রয়েছে। সেখানেই কাজ করতেন ভুক্তভোগী দুজন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী। এর মধ্যে নিহত সাইফুল ইসলাম (৩০) দারোয়ান ছিলেন। আর নিহত নারীর নাম শাকিলা। তিনি সাইফুলের স্ত্রী। তাদের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন