শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পরীক্ষার স্বচ্ছতা ও শিক্ষার্থীদের সুবিধার্থে কোডিং সিস্টেম চালুসহ ৯ দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, শাবিপ্রবি শাখা।
রবিবার (২ নভেম্বর) রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ছাত্রীসংস্থা শাখার সভানেত্রী আমিনা বেগম।
স্মারকলিপিতে উল্লেখিত প্রধান দাবিগুলো হলো:
- পরীক্ষায় কোডিং সিস্টেম চালু করা
- মেডিকেল সেন্টারে পর্যাপ্ত চক্ষু, দন্ত, যৌন ও চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ
- ক্যাম্পাসে অননুমোদিত বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ
- ছাত্রীদের জন্য নিরাপদ ও স্বতন্ত্র খেলার মাঠ সংরক্ষণ
- গবেষণা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি
- ছোট স্কেল রিসার্চ ফান্ড ও মেন্টরশিপ সাপোর্ট চালু করা
- বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে অনলাইন স্বচ্ছতা (ডিজিটাল ট্র্যাকিং) নিশ্চিত করা
- হল সমূহের পানির সংকট ও গ্যাস সমস্যা সমাধান, ফিল্টার ও নিরাপদ পানির নিয়মিত টেস্টিং
- সাবহলের সংখ্যা বৃদ্ধি ও সাবহলে ডাইনিং ব্যবস্থা তৈরি
সভানেত্রী আমিনা বেগম বলেন, 'পরীক্ষায় কোডিং ও ফিঙ্গারপ্রিন্টিং ব্যবস্থা চালু করলে মূল্যায়ন প্রক্রিয়ায় কোনো পক্ষপাত বা অনিয়মের সুযোগ থাকবে না। এতে পরীক্ষার স্বচ্ছতা, ন্যায্যতা এবং শিক্ষার্থীদের আস্থা বৃদ্ধি পাবে।'
তিনি আরও বলেন, 'মেডিকেল সেন্টারে নারী চিকিৎসক ও বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ করলে ছাত্রীদের জন্য স্বাস্থ্যসেবা সহজ ও নিরাপদ হবে। বর্তমানে অনেক ছাত্রী প্রয়োজনীয় চিকিৎসা পেতে দ্বিধা ও অসুবিধার সম্মুখীন হন।'
বিডি প্রতিদিন/মুসা