সাভারে এক তরুণীকে বিদেশে নেওয়ার কথা বলে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়ের হলে দেলোয়ার হোসেন দেলু (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অন্তত চৌধুরী নামে এক আসামি পলাতক রয়েছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম। এর আগে, শুক্রবার সন্ধ্যায় সাভারের রাজাঘাট এলাকায় নিজ বাড়িতে ওই তরুণী গণধর্ষণের শিকার হন বলে অভিযোগ।
গ্রেফতার মো. দোলোয়ার হোসেন দেলু সাভার দক্ষিণ রাজাসন এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। তবে পলাতক অন্তত চৌধুরীর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, সন্ধ্যায় সাভারের রাজাঘাট এলাকায় ওই তরুণীকে (২২) বিদেশে নেওয়ার কথা বলে তার বাসায় যান অভিযুক্তরা। সেখানে তাকে ধর্ষণ করেন তারা। এরপর তারা পালিয়ে যান। পরে ওই তরুণী সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিলে রাতেই মামলা দায়ের হয়।
সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম সবুজ বলেন, তরুণীকে ধর্ষণের মামলায় শনিবার সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে আসামি দেলোয়ার হোসেন দেলুকে গ্রেফতার করা হয়েছে।
অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে চলছে বলে জানায় সাভার মডেল থানার পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ওই তরুণীকে তার নিজ বাড়িতে গণধর্ষণ করার অভিযোগে একটি মামলা নেওয়া হয়েছে। এতে দেলু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করা হচ্ছে।
বিডি প্রতিদিন/জুনাইদ