এবার নতুন দীপিকা জানালেন, বড় বাজেটের ছবি আর তাকে টানে না। এখন তিনি গল্প বলার শক্তিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। দীপিকার ভাষায়, সত্যি কথাটা বলতে গেলে আর কত খ্যাতি, কত সাফল্য, কত টাকা? ক্যারিয়ারের এই পর্যায়ে এসে এগুলো আর উদ্দেশ্য নয়। এখন ১০০ কোটির ছবি, এমনকি ৫০০-৬০০ কোটির ছবিও আমাকে আর উত্তেজিত করে না। অভিনেত্রী আরও বলেন, এগুলো তো আগেই করেছি। এখন আমাকে উচ্ছ্বসিত করে নতুন প্রতিভাকে শক্তি দেওয়া। আমার টিম আর আমি এখন সেই কাজটাই করছি। কাহিনি ক্ষমতায়ন, নতুন লেখক-পরিচালকদের পাশে থাকা, নতুন প্রযোজকদের সমর্থন করা। এটাতেই এখন অর্থ খুঁজে পাই। আসলে এই বছরটা নাকি দীপিকার জন্য কুফা বছর। বড় বড় ছবি থেকে বাদপড়া, বিতর্ক পেছনে শনির দশার মতো লেগেই রয়েছে। তারপরও এসবের মাঝে দীপিকার ক্যারিয়ারের গতি কমেনি। সামনে আছে দুটি বড় প্রজেক্ট- শাহরুখ খানের সঙ্গে ফের জুটি বেঁধেছেন ‘কিং’ ছবিতে। অন্যদিকে, আল্লু অর্জুনের বিপরীতে অ্যাটলির পরবর্তী ছবিতেও থাকছেন তিনি। সবমিলিয়ে দীপিকার কথা হলো, ‘আমি অপ্রতিরোধ্য, ভালো কাজে কখনই দমে যাওয়ার পাত্র আমি নই।’