অস্ট্রেলিয়ার প্রতিভাবান বাঁহাতি স্পিনার কুপার কনোলি ভেঙে দিলেন ৩৮ বছরের পুরোনো এক রেকর্ড। মাত্র ২২ বছর বয়সে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই গড়লেন ইতিহাস দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট নিয়ে হয়ে গেলেন অস্ট্রেলিয়ার সবচেয়ে কম বয়সী ক্রিকেটার, যিনি ওয়ানডেতে পাঁচ উইকেট শিকার করলেন।
রবিবার (২৪ আগস্ট) ম্যাকেতে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ওয়ানডেতে এই কীর্তি গড়েন কনোলি। তার বয়স তখন ২২ বছর ১৯৬ দিন। ১৯৮৭ সালে ক্রেগ ম্যাকডারমট ২২ বছর ২০৪ দিনে এই রেকর্ড গড়েছিলেন, সেটাই এতদিন ছিল অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ পাঁচ উইকেটের রেকর্ড যা টিকেছিল দীর্ঘ ৩৮ বছর।
প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার ইনিংসে ভয়ংকর ধস নামান কনোলি। ছয় ওভারে মাত্র ২২ রান খরচায় তুলে নেন ৫টি গুরুত্বপূর্ণ উইকেট টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস (৪৯), উইয়ান মুল্ডার, করবিন বোশ ও কেশব মহারাজ।
তবে কনোলির রেকর্ড গড়া এই ম্যাচে আধিপত্য ছিল শুরু থেকেই অস্ট্রেলিয়ার। টস জিতে ব্যাট করতে নেমে অসিরা তোলে পাহাড়সম ৪৩১ রান ২ উইকেট হারিয়ে। উদ্বোধনী জুটিতে ট্রাভিস হেড (১৪২) ও মিচেল মার্শ (১০০) গড়েন ২৫০ রানের দৃষ্টিনন্দন পার্টনারশিপ। এরপর ক্যামেরন গ্রিন খেলেন মাত্র ৪৭ বলে সেঞ্চুরি, আর শেষে অ্যালেক্স ক্যারি যোগ করেন অপরাজিত ৫০ রান।
ওয়ানডেতে এক ইনিংসে এক দলের তিন ব্যাটারের সেঞ্চুরির ঘটনা এটি মাত্র দ্বিতীয়বার।
৪৩২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ ধসে পড়ে মাত্র ১৫৫ রানেই। উইয়ান মুল্ডার ৭ ওভারে ৯৩ রান দিয়ে গড়েছেন আরেক অনাকাঙ্ক্ষিত রেকর্ড ওয়ানডে ইতিহাসের অন্যতম ব্যয়বহুল স্পেল।
বিডি প্রতিদিন/মুসা