আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরীর পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা।
গতকাল বেলা ১১টার দিকে রাজধানীর সচিবালয়ের পাশের সড়কে ‘শহীদ পরিবার, আহত পরিবার ও ছাত্র-জনতা’ ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেন। যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে শহীদ ইমাম হাসান তায়িমের বড় ভাই রবিউল হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আসা শহীদ ও আহতদের স্বজনরা। তারা আক্ষেপের সঙ্গে বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আন্দোলন সফল হওয়ার পরে বেশ কয়েকজন সরকারের উপদেষ্টা হয়েছেন, এনসিপির নেতা হয়েছেন। কিন্তু আজ তারা তাদের কোনো খোঁজ রাখছেন না। তারা অভিযোগ করেন, চিহ্নিত খুনিদের জামিন হলেও আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করা হচ্ছে না। আবার হত্যা মামলার আসামিরা জামিন পাচ্ছেন। জামিনের পর সম্প্রতি শহীদ পরিবারের সদস্যদের ওপর পুলিশ হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তারা। এ ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এসব কারণে বিক্ষেভকারীরা আসিফ নজরুল ও খোদা বখস চৌধুরীর পদত্যাগ দাবি করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন বলে জানান তারা। পরে দুপুর ১টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে বাংলামোটরে যান। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পরে ঘুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের বাধা দিলে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রয়োজনে আমরণ অনশন কর্মসূচির কথা জানান তারা।