ইয়েমেনের রাজধানী সানায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় কমপক্ষে দুই জন নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন বলে ইয়েমেনি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
রবিবার এই হামলার লক্ষ্য ছিল হাজেজ বিদ্যুৎ কেন্দ্র এবং একটি বেসামরিক জ্বালানি স্থাপনা। আল মাসিরাহ টিভির রিপোর্ট অনুযায়ী, এই হামলার ফলে রাজধানীর বিশাল অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। হামলার পর অনলাইনে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, শহর জুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী এবং আগুনের শিখা আকাশ ছুঁয়েছে।
ইসরায়েলের দাবি, তারা সানার প্রেসিডেন্ট প্রাসাদকেও লক্ষ্যবস্তু করেছে এবং এটিকে একটি সামরিক কমপ্লেক্সের অংশ হিসেবে বর্ণনা করেছে।
ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন এই হামলাকে 'জঘন্য যুদ্ধাপরাধ' এবং দেশের সার্বভৌমত্বের উপর নির্লজ্জ লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে।
এক বিবৃতিতে হুথি বলেছে, ইসরায়েল ইচ্ছে করে বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে যাতে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা অচল হয়ে পড়ে এবং ধোঁয়ার কুণ্ডলী তৈরি করে একটি ভুয়া বিজয়ের চিত্র ফুটিয়ে তোলা যায়।
আনসারুল্লাহ আরও জানায়, মার্কিনিদের মদদে পরিচালিত এই আগ্রাসন প্রমাণ করে যে ইহুদি শত্রু আরব এবং ইসলামিক জাতিগুলোর বিরুদ্ধে একটি উন্মুক্ত যুদ্ধ চালাচ্ছে।
তারা আরও বলেছে, এই হামলা গাজার প্রতি ইয়েমেনের পূর্ণ এবং নিঃশর্ত সমর্থনকে বিন্দুমাত্র দমাতে পারবে না। সিনিয়র হুথি কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি বলেন, গাজার প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে, যত বাধাই আসুক না কেন।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল