বালকদের কাছে ফের বিপর্যস্ত হলেন নিগার সুলতানারা। প্রথম ম্যাচে বিসিবি অনূর্ধ্ব-১৫ বালক দলের কাছে হেরেছিল ৮৭ রানে। গতকাল হেরেছে ৮ উইকেটে। হারের চেয়েও আলোচিত বিষয় নিগারদের মাত্র ৪৯ রানে অলআউট! নারী বিশ্বকাপ শুরু ৩০ সেপ্টেম্বর। নিগাররা বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছেন ওমেন্স চ্যালেঞ্জ কাপ খেলে। জাতীয় দলের ক্রিকেটাররা বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ নামে খেলেছেন। চ্যালেঞ্জ কাপের আরেকটি দল বিসিবি অনূর্ধ্ব-১৫। নিগারের নেতৃত্বে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলটি কেমন করবে বিশ্বকাপে? বালকদের বিপক্ষে নিগারদের ম্যাচ দুটির পর ক্রিকেটপ্রেমীদের ধারণা, বিশ্বকাপে নিগারদের সাফল্য পেতে কঠিন লড়াই করতে হবে। নিগার বাহিনীর যাচ্ছেতাই ব্যাটিংয়ের পর নানাভাবে ট্রল করা হচ্ছে। জাতীয় দলে খেলা এক ক্রিকেটার নারী ক্রিকেটারদের ট্রল করায় বিব্রত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লেখা পোস্ট করেছেন, ‘নারী লাল দল হেরেছে অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের সঙ্গে। হ্যাঁ, এটা সত্যি। হারটা কষ্টের। কিন্তু আরও কষ্টের হলো মানুষের প্রতিক্রিয়া। অনেকেই ভেবেছেন এটা নাকি মূল জাতীয় দলের বিরুদ্ধে ছিল, আবার অনেকে এমনভাবে ট্রল করছে যেন এ মেয়েগুলো বাংলাদেশের না, কোনো ভিনদেশি দল! তাদের কথা শুনে মনে হয়, নারী ক্রিকেটারদের জন্য তাদের কোনো সম্মান, সহানুভূতি বা বিন্দুমাত্র দায়বদ্ধতাও নেই। যারা আজ ট্রল করে মজা নিচ্ছে, তারা কখনো নারী ক্রিকেটের খোঁজ নেয়? গঠনতন্ত্র, ইনফ্রাস্ট্রাকচার, প্রস্তুতির অবস্থা এসব নিয়ে এক দিনও ভাবছে? নারী ক্রিকেটারদের অবদান বা সংগ্রাম নিয়ে তারা কখনো কথা বলে না, অথচ একজন ক্যাপ্টেনের আবেগঘন কথা নিয়েও ট্রল করেছিল কয়েক দিন আগে। এই কি আমরা? এই কি আমাদের মনুষ্যত্ব? আমরা ভুলে যাই, এরা আমাদেরই মেয়ে, বোন। দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে তারা রোদ-বৃষ্টি মাথায় নিয়ে কঠিন পরিশ্রম করে। সমালোচনা হোক গঠনমূলক, সহযোগিতা হোক হৃদয় থেকে। ট্রল করে, ছোট করে কাউকে দমিয়ে দিয়ে কখনো উন্নতি আনা যায় না। সম্মান দিতে শিখুন, খেলাটাকেও সম্মান করুন।’ বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ভালো করেই জানতেন বালক অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে খেলা কঠিন হবে। শক্তির ব্যবধান থাকলেও প্রস্তুতিটা ভালো হবে জানতেন, ‘বালক অনূর্ধ্ব-১৫ দলই প্রতিপক্ষ হিসেবে সঠিক। এমন একটি দলের সঙ্গে খেলে প্রস্তুতি নেওয়াই ঠিক আছে। বিশ্বকাপের দলগুলোর বোলিং শক্তি অনেকটাই অনূর্ধ্ব-১৫ দলে মতোই।’
শিরোনাম
- একাত্তরের পরাজিত শত্রুরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: সেলিমুজ্জামান
- বগুড়ায় বিএফএ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিদ্যুৎ বয়েজ ক্লাব
- ধূসর হয়ে পড়েছে যে স্বপ্ন
- সংকোচনমুখী মুদ্রানীতি বিপর্যয়ে বেসরকারি খাত
- গণভোট নয়, সুষ্ঠু নির্বাচনই দেশের একমাত্র প্রয়োজন: তৃপ্তি
- সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু
- হিন্দুদের কিছু হবার আগে আমি ঢাল হয়ে দাঁড়াবো: টুকু
- প্রেজেন্টেশন বানিয়ে দেবে গুগলের জেমিনাই
- জুভেন্টাসের কোচের দায়িত্ব পেলেন স্পালেত্তি
- শিরোনামহীনের নতুন গান ‘ক্লান্ত কফিশপ’
- চুরি বা নকল ফোন আর চলবে না দেশের নেটওয়ার্কে
- সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে : মির্জা ফখরুল
- ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাইমচর থানার ওসি মহিউদ্দিন আর নেই
- স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর : ডা. জাহিদ
- রাতেই যেসব জেলায় ঝড়ের আভাস
- জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে উন্নয়নের সূচনা করেছিলেন : বাবুল
- যাত্রাবাড়ীতে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ নবীউল্লাহ নবীর
- বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নিয়ামতপুরে কর্মীসভা অনুষ্ঠিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়কের পদত্যাগ
- ধর্মীয় মূল্যবোধকে সম্মান করা উচিত: এ্যানি
৪৯ রানে অলআউট নিগাররা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর