ফেসবুকে পরিচয় থেকে প্রণয়। অবশেষে প্রেমিকাকে বিয়ে করতে চীন থেকে কুষ্টিয়ায় ছুটে এসেছেন শি জিং ইউ (২৮) নামের যুবক। শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকায় পৌঁছান তিনি। এরপর গতকাল সকালে কুষ্টিয়ার খাজানগরে প্রেমিকা বৃষ্টির (২৫) বাড়িতে পৌঁছান। দুপুরে বৃষ্টি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুষ্টিয়া আদালতে মুসলিম ধর্ম গ্রহণ করেন ওই যুবক। তার নতুন নাম সোহান আহাম্মেদ।
পরে প্রেমিকার সঙ্গে মুসলিম রীতিতে অতি গোপনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। শি জিং ইউ চীনের হেনান এলাকার শি লিং জাং ও জুয়ে চুন সুই দম্পতির ছেলে। বৃষ্টি খাজানগর উত্তরপাড়ার মোতালেব মিস্ত্রির মেয়ে। এ বিষয়ে বৃষ্টি ও তার পরিবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে চীনা যুবক বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে তাকে হাসিখুশি দেখা গেছে।