দেব ও শুভশ্রী জুটির কামব্যাক সিনেমা ‘ধূমকেতু’ প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে মুক্তির প্রথম সপ্তাহেই। ১৪ আগস্ট মুক্তি পাওয়া এই ছবিটি সাত দিনের মাথায় বক্স অফিসে আয় করেছে ১৫.২৪ কোটি টাকা। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রথম সপ্তাহে এটিই সর্বোচ্চ আয়।
ছবিটির প্রযোজক রানা সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম সপ্তাহের বিস্তারিত আয় প্রকাশ করেছেন। তিনি জানান, মুক্তির দিনেই ছবিটি ৪৭৪টি শো পেয়েছিল, যা হিন্দি ছবির দুর্বল অবস্থানের কারণে বাড়িয়ে ৫৫৬টিতে উন্নীত হয়।
ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেইনে ‘ধূমকেতু’ পেয়েছিল ৮৪টি শো, অন্য মাল্টিপ্লেক্স, ডাবল ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে মোট শো ছিল ৪৭৩টি।
প্রথম দিনেই ছবিটির আয় ছিল প্রায় ২ কোটি টাকা, আর প্রথম চার দিনে এটি আয় করে ফেলে প্রায় ১০ কোটির বেশি। রানা সরকারের ভাষায়, এই ছবি “বাংলা সিনেমার আগের সব হিসেব ভেঙে দিয়েছে।”
তিনি বলেন, "ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন ও নন-মাল্টিপ্লেক্স হলগুলিতে বাংলা সিনেমার অতীতে যা বক্স অফিস কালেকশনের অনুপাত ছিল, তা ছাপিয়ে গেছে ধূমকেতু। ইতিহাস যখন তৈরি হয়, তখন কোনো ফর্মুলা মানে না, সবটাই সময়ের খেলা।"
রানা সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রী অরূপ বিশ্বাসের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাদের হস্তক্ষেপে বাংলা সিনেমা মাল্টিপ্লেক্সে পর্যাপ্ত শো পেয়েছে। তার মতে, এ সিদ্ধান্তই প্রমাণ করেছে বাংলা সিনেমা ব্যবসায়িক দিক দিয়ে বড় সাফল্য পেতে পারে।
সবশেষে, যারা ছবির আয় নিয়ে সংশয়ে রয়েছেন, তাদের উদ্দেশে রানা মজার ছলে লেখেন, “যারা এখনও অঙ্ক মেলাতে পারছেন না, তাদের অনুরোধ হইচইয়ে ‘অঙ্ক কী কঠিন’ সিনেমাটি দেখে ফেলুন, মন শান্ত হবে।”
বিডি প্রতিদিন/মুসা