ইউক্রেনের একটি ড্রোন ভূপাতিত করার পর রাশিয়ার একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রুশ সেনারা। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে কেন্দ্রটির পক্ষ থেকে জানানো হয়েছে।
কুর্স্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (এনপিপি)-র পক্ষ থেকে জানানো হয়, ড্রোনটি আঘাত হানার সঙ্গে সঙ্গেই ‘ডিভাইসটি বিস্ফোরিত’ হয় এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা কমে গেছে।
বিদ্যুৎকেন্দ্রটি তাদের টেলিগ্রাম বার্তায় জানায়, কুর্স্ক এনপিপি শিল্প এলাকায় এবং এর আশেপাশে বিকিরণ পরিস্থিতিতে কোনও পরিবর্তন ঘটেনি এবং তা স্বাভাবিক পর্যায়েই রয়েছে।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর আশেপাশে যুদ্ধের ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বারবার সতর্ক করেছে।
কেন্দ্রটি রাশিয়া-ইউক্রেন সীমান্তের কাছে কুর্স্ক নগরীর পশ্চিমে অবস্থিত। ওই শহরটি ওই অঞ্চলের রাজধানী, যেখানে প্রায় ৪ লাখ ৪০ হাজার মানুষের বসবাস।
রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। যার মধ্যে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপও রয়েছে।
এ যুদ্ধে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে, লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বহু শহর ও গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ইউক্রেন ও পশ্চিমাদের পক্ষ থেকে নিঃশর্ত ও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার প্রত্যাখ্যান করেছেন। সূত্র: মস্কো টাইমস, বিবিসি, রয়টার্স
বিডি প্রতিদিন/একেএ