রাঙামাটিতে ট্রাক চাপায় এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. খোরশেদ আলম জনি (৩৫)। রবিবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে শহরের ট্রাক টার্মিনাল এলাকার পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাঙামাটি শহরের তবলছড়ি থেকে মোটর সাইকেল চালিয়ে আসছিল স্থানীয় চাউল ব্যবসায়ী মো. জহির সওদাগরের ছেলে মো. খোরশেদ আলম জনি। শহরের ট্রাক টার্মিনাল এলাকার পেট্রল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক জনির মোটর সাইকেলকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ৩টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
বিডি প্রতিদিন/জামশেদ