ফিলিস্তিনি জনগণের দুর্দশা লাঘব করতে মালয়েশিয়া আরও ১০০ মিলিয়ন রিঙ্গিত দান করবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
আনোয়ার বলেন, ২০২৩ সালে মালয়েশিয়ার সরকার প্রথম ফিলিস্তিনের জন্য ১০০ মিলিয়ন রিঙ্গিত দান ঘোষণা করে।
রবিবার রাতে কুয়ালালামপুরের দাতারান মারদেকায় ফিলিস্তিনের প্রতি সংহতি সমাবেশ বারসামা মালয়েশিয়াকু গাজা সমাবেশে বক্তব্যকালে এ ঘোষণা দেন আনোয়ার ইব্রাহিম ।
এসময় আনোয়ার ইব্রাহিম আরও বলেন, আমি মালয়েশিয়ানদের অনুরোধ করছি দয়া করে মনে রাখবেন যে এই দেশটি শান্তিপূর্ণ এবং স্বাধীন। এ থেকে শিক্ষা নিন এবং সকলের জন্য শান্তি ও স্বাধীনতা রক্ষা করুন।
কঠোর ভাষায় মন্তব্য করে আনোয়ার আরও বলেন, গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষের জন্য ইসরায়েলি সরকারের সমালোচনা করেন, যেখানে প্রতিদিন কয়েক ডজন মানুষ অনাহারে মারা যাচ্ছে এবং সাহায্যপ্রার্থীদের হত্যা করা হচ্ছে।
আনোয়ার বলেন, সব ধরণের সাহায্য দেওয়া হয়েছিল কিন্তু এই ইহুদিবাদীরা সাহায্য পচে যেতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এটা কেমন মানুষ? এটা একটা পশু! মানুষ মারা যাচ্ছে এবং অনাহারে আছে কিন্তু খাবার ও ওষুধ সীমান্তে রয়ে গেছে।
আনোয়ার আরও বলেন, আমার বয়স ৭৮ বছর, আর আমি কখনও এমন নিষ্ঠুরতা দেখিনি। নেতানিয়াহু এবং তার গুন্ডারা, তারা পাগল এবং দুষ্ট।
২০২৩ সালের অক্টোবরে মালয়েশিয়া প্রথম ঘোষণা করে যে তারা ফিলিস্তিনিদের সমর্থনের জন্য ১০০ মিলিয়ন রিঙ্গিত দান করবে।
আনোয়ার বলেন, ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়ে মালয়েশিয়ানরা কখনও ফিলিস্তিনিদের পরিত্যাগ করবে না। আমরা তোমাদের সংগ্রামের চেতনাকে সালাম জানাই। আমরা কখনো তোমাদের একা ছাড়ব না। মালয়েশিয়ান এবং আরও অনেক বন্ধু তোমাদের সাথে আছে বলেও জানান আনোয়ার।
আনোয়ার বলেন, তিনি তরুণ বয়স থেকেই গাজার জন্য লড়াই করে আসছেন, যখন ১৯৮৩ সালে প্রয়াত ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত তাকে আলজেরিয়ার আলজিয়ার্সে ফিলিস্তিনি মুক্তি সংস্থার সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল