ওমান সরকার ৩১ আগস্ট থেকে চালু করতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ‘গোল্ডেন ভিসা’ কর্মসূচি। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে নির্বাচিত বিনিয়োগকারীরা ওমানে দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ পাবেন। একইসঙ্গে দেশটির বাণিজ্য ব্যবস্থায় আসছে গুরুত্বপূর্ণ ডিজিটাল সংস্কার। যা ওমানকে আরও আধুনিক, দক্ষ ও আন্তর্জাতিক বিনিয়োগবান্ধব পরিবেশে রূপান্তর করবে।
ওমানের বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ সংবর্ধনা মন্ত্রণালয়ের (MoCIIP) পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আল মাজিদা কোম্পানিজ’ নামে আরেকটি নতুন উদ্যোগেরও সূচনা হবে ওই দিন, যা দেশের সফল ও কার্যকর ওমানি কোম্পানিগুলোকে সহযোগিতা করবে। একইসঙ্গে ‘ওমান বিজনেস’ প্ল্যাটফর্মের মাধ্যমে বাণিজ্যিক নিবন্ধন (কমার্শিয়াল রেজিস্ট্রেশন) ইলেকট্রনিক হস্তান্তরের নতুন সেবা চালু করা হবে।
এই উদ্যোগগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ধোফার প্রদেশের সালালাহ শহরে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গভর্নর সাইয়্যেদ মারওয়ান বিন তুর্কি আল সাঈদ।
অনুষ্ঠানে আরও যে বিষয়টি গুরুত্ব পাচ্ছে ওমানের নির্মাণ খাতের বিকাশ। এ লক্ষ্যে সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়, জার্মান ইউনিভার্সিটি অব টেকনোলজি, ওমান এনার্জি অ্যাসোসিয়েশন এবং ইবিনা'র সঙ্গে অংশীদারিত্বমূলক চুক্তি স্বাক্ষর করবে সরকার।
মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের মহাপরিচালক মুবারক বিন মোহাম্মদ আল দোহানি জানান, গোল্ডেন ভিসা কর্মসূচি ও সংশ্লিষ্ট সংস্কারগুলো বিদেশি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির সুযোগ করে দেবে। একই সঙ্গে দেশীয় ব্যবসাগুলোকেও প্রণোদনা দিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণে উৎসাহিত করা হবে।
তিনি আরও বলেন, বাণিজ্যিক নিবন্ধনের ডিজিটাল স্থানান্তর ব্যবসায়িক ব্যয় ও সময় কমাবে, স্বচ্ছতা বাড়াবে এবং ওমানকে একটি সম্পূর্ণ ডিজিটাল বাণিজ্য পরিবেশে নিয়ে যাবে।
এই পদক্ষেপগুলো ওমান সরকারের টেকসই ও আধুনিক ব্যবসায়িক পরিবেশ গঠনের প্রতিশ্রুতির অংশ। দেশের নির্মাণ খাতে আধুনিকায়ন, শিক্ষাবিষয়ক সহযোগিতা এবং বেসরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় দক্ষতা ও উদ্ভাবন ক্ষমতা বৃদ্ধির দিকেও নজর দিচ্ছে সরকার।
সূত্র: গালফ নিউজ
বিডি প্রতিদিন/মুসা