রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট এলাকায় গত ৯ আগস্ট চুরির মিথ্যা অভিযোগে রুপলাল রবিদাস ও প্রদীপ রবিদাসকে গণপিটুনির মাধ্যমে নৃশংসভাবে হত্যার ঘটনার বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পালন করেছে দিনাজপুর জেলা অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম।
রবিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রংপুর বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের সভাপতি চিত্ত ঘোষ, সহ-সভাপতি রাবেয়া খাতুন রানু, সাধারণ সম্পাদক আলবিনুস টুডু, আদিবাসী সমাজ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান লুকাস সরেন, সদর উপজেলা প্ল্যাটফর্মের সভাপতি আজহারুল আজাদ জুয়েল, সাধারণ সম্পাদক শিউলী বাড়া, সমাজসেবক সমর দাস, বিধান চক্রবর্তী বাসু এবং সদস্য রংলাল বাঁশফোর প্রমুখ।
বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ওপর এ ধরনের মব সন্ত্রাস সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলছে। ৯ আগস্টের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে জেলা অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/জামশেদ