ভারতের ওড়িশার দুধমা জলপ্রপাতে রিলস বানাতে গিয়ে ভেসে গেলেন এক ইউটিউবার। নিখোঁজ হওয়া ওই যুবকের নাম সাগর টুডু। তাঁর বয়স ২২। তিনি গঞ্জাম জেলার বহরমপুরের বাসিন্দা।
জানা গিয়েছে, ইউটিউব চ্যানেলের জন্য বিভিন্ন পর্যটন স্থান নিয়ে ভিডিও করার উদ্দেশ্যে তিনি বন্ধু অভিজিৎ বেহেরার সঙ্গে কোরাপুট গিয়েছিলেন।
গতকাল রবিবার দুপুরে তিনি দুধমা জলপ্রপাতের উপর একটি পাথরের উপর দাঁড়িয়ে ড্রোন ক্যামেরা দিয়ে রিলস বানাচ্ছিলেন।
স্থানীয় সূত্রে খবর, মাচাকুন্দা বাঁধের কর্তৃপক্ষ ভারী বৃষ্টির কারণে পানি ছেড়ে দেয়। পানি ছাড়ার আগে কর্তৃপক্ষ বাঁধের নিচের দিকে বসবাসকারী মানুষদের সতর্ক করেছিল। কিন্তু সাগর সেসময় জলপ্রপাতের কাছেই দাঁড়িয়ে ছিলেন। ফলে হঠাৎই জলপ্রপাতের জলস্তর অনেক বেড়ে যায়। এতে ভারসাম্য রাখতে না পেরে নদীর প্রবল স্রোতে ভেসে যান তিনি।
ঘটনার সময় কিছু পর্যটক ও স্থানীয় মানুষ সাগরকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর পেয়ে মাচাকুন্দা পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু তাঁর কোনো খোঁজ মেলেনি। এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, সাগরের খোঁজে তল্লাশি অভিযান চলছে। জলের স্রোত বেশি হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলেও জানিয়েছেন তাঁরা।
বিডি প্রতিদিন/নাজমুল