গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন ডাকাত গ্রেফতার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মো: রানা মিয়া ওরফে আনোয়ার ওরফে আনাছ (২০), মো: হাফিজুর রহমান (২৪), মো: শুভ মিয়া (২৩), মো: রাকিব মিয়া (২৪), মো: ইশরাক আকন্দ ওরফে খোকন (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শনিবার দিবাগত রাত একটার দিকে একদল ডাকাত পিকআপ যোগে ডাকাতির প্রস্তুতি নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ কালিয়াকৈর বাজার থেকে কালামপুরের দিকে আসছে। এই সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল কালিয়াকৈরের কালামপুর চৌরাস্তার সামনে পাকা রাস্তার উপর সন্দেহজনক একটি পিকআপকে থামার সিগন্যাল দিলে পিকআপের চালক সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে কালামপুর থেকে চন্দ্রার দিকে চলে যাওয়ার সময় টহল পুলিশ তাদের পিছু ধাওয়া করে। পিকআপটি প্রায় ৮ কিলোমিটার পথ অতিক্রম করে কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের সড়ক বিভাজকের সাথে ধাক্কা লেগে পিকআপটি দুর্ঘটনায় পতিত হয়। এ সময় চালকসহ ডাকাতদল পিকআপ ফেলে পালানার চেষ্টাকালে টহল পুলিশ ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেপ্তার করে। এসময় ডাকাতদলের ৩/৪ জন সদস্য দৌড়ে পালিয়ে যায়। আটককৃত ডাকাতদের দখল হতে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় তৈরী বিভিন্ন অস্ত্র ও যন্ত্রপাতি এবং তাদের বাহন পিকআপটি জব্দ করা হয়।
আটককৃত ডাকাতদলের সদস্যরা পিকআপ দুর্ঘটনায় আহত হওয়ায় তাদেরকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তাদের মধ্যে হাফিজুর রহমানকে পুলিশ প্রহরায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম