দুটি নতুন আকাশ প্রতিরক্ষা মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
রবিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, কোরিয়ার নেতা কিম জং উন নিজেই এই মিসাইল পরীক্ষা তদারকি করেছেন।
সংবাদ মাধ্যমটি জানায়, শনিবার চালানো ওই পরীক্ষায় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভালো যুদ্ধ সক্ষমতা দেখিয়েছে। কেসিএনএ বলেছে, এই উৎক্ষেপণে দেখা গেছে, দুটি ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত বৈশিষ্ট্য বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য অত্যন্ত উপযোগী।
এই পরীক্ষা এমন সময়ে চালানো হলো, যখন মাত্র কয়েক ঘণ্টা আগেই দক্ষিণ কোরিয়া জানায়- উত্তর কোরিয়ার প্রায় ৩০ জন সেনা সাময়িকভাবে ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) অতিক্রম করলে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এ ঘটনার পর পিয়ংইয়ং সিউলের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত উসকানির’ অভিযোগ তোলে।
এদিকে, সোমবার থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বৃহৎ পরিসরের যৌথ সামরিক মহড়া চালাবে। একই দিন ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর মধ্যে শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে। লি নির্বাচনী প্রচারণায় আন্তঃকোরীয় সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার করেছিলেন। তবে ইতোমধ্যে কিম জং উনের বোন সিউলের সমঝোতার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন। সূত্র: আল-জাজিরা, জাপান টাইমস
বিডি প্রতিদিন/একেএ