ক্যারিয়ারের শেষপ্রান্তে এসেও থামছেন না লুকা মদরিচ। দীর্ঘ ১৩ বছরের রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ করে নতুন চ্যালেঞ্জ নিতে এবার ইতালিয়ান ক্লাব এসি মিলানে পা রেখেছেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ড জাদুকর।
গতকাল (২৩ আগস্ট) সিরি আ-তে এসি মিলানের হয়ে অভিষেক হয়েছে মদরিচের। যদিও তার নতুন ক্লাব ২-১ গোলের ব্যবধানে হেরে যায় ক্রেমোনেসের বিপক্ষে, তবুও মাঠে নামার সঙ্গে সঙ্গেই গড়েছেন এক অনন্য রেকর্ড।
৩৯ বছর ১১ মাস বয়সে সিরি আ-তে অভিষেক হওয়া সবচেয়ে বয়স্ক ফুটবলার এখন লুকা মদরিচ। এর আগে এই রেকর্ড ছিল এম্পোলির গোলরক্ষক মাওরিসিউ পুগলিয়েসির, যিনি ২০১৬ সালে ৩৯ বছর ৫ মাস বয়সে সিরি আ-তে খেলেছিলেন।
২০১২ সালে টটেনহাম হটস্পার ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন মদরিচ। সান্তিয়াগো বার্নাব্যুতে কাটানো ১৩ মৌসুমে তিনি পাঁচটি চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য শিরোপা জিতেছেন।
২০২৪ সালের ১৪ জুলাই এসি মিলানের সঙ্গে এক বছরের জন্য চুক্তি করেন তিনি। চাইলে উভয় পক্ষের সম্মতিতে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা