ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা পাঁচ সিরিজ হারের পর অবশেষে ভয়ংকর ব্যাটিংয়ে ফিরে এসেছে অস্ট্রেলিয়া। ম্যাকেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তারা তুলে ফেলেছে ২ উইকেটে ৪৩১ রানের পাহাড়—যা এই ফরম্যাটে অস্ট্রেলিয়ার ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
অস্ট্রেলিয়ার তিন ব্যাটারই খেলেছেন দৃষ্টিনন্দন সেঞ্চুরি। ইনিংসের শুরুতে ট্রাভিস হেড ও মিচেল মার্শ জুটি গড়ে তোলেন ২০৫ রানের বিশাল উদ্বোধনী পার্টনারশিপ। হেড ১০৩ বলে ১৭ চার ও ৫ ছক্কার সাহায্যে করেন ১৪২ রান। অন্যদিকে মার্শ খেলেন ধীরস্থির ইনিংস, ১০৬ বলে ৬ চার ও ৫ ছক্কায় তোলেন ১০০ রান।
শেষ দিকে ঝড় তোলেন ক্যামেরন গ্রিন। মাত্র ৪৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে গড়েন অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতকের রেকর্ড। ইনিংস শেষে তিনি অপরাজিত থাকেন ৫৫ বলে ১১৮ রানে, যেখানে ছিল ৬ চার ও ৮ ছক্কা। সঙ্গ দেন অ্যালেক্স ক্যারি, যিনি মাত্র ৩৭ বলে খেলেন অপরাজিত ৫০ রানের ঝলমলে ইনিংস।
দক্ষিণ আফ্রিকার হয়ে কেবল কেশভ মহারাজ ও সেনুরান মুথুসামি একটি করে উইকেট নিতে সক্ষম হন।
বিডি প্রতিদিন/মুস