ভারতের ওয়ানডে দল নিয়ে যখন নানা গুঞ্জন, তখন অনেকেই ধরে নিচ্ছেন আসন্ন বিশ্বকাপের পর বিদায় নিতে পারেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এমনকি ২০ বছর বয়সী ব্যাটারদের জায়গা করে দিতে দলে নাকি রাখা হবে না অভিজ্ঞ এই দুই তারকাকে, এমন আলোচনাও চলছে ক্রিকেট মহলে।
তবে ভিন্ন মত পোষণ করছেন ভারতের সাবেক অলরাউন্ডার যোগরাজ সিং। তিনি কিংবদন্তি যুবরাজ সিংয়ের বাবা। তাঁর মতে, রোহিত শর্মার এখনই বিদায় নেওয়ার সময় হয়নি। বরং আরও পাঁচ বছর ভারতীয় দলে তাঁর প্রয়োজন।
রোহিতকে প্রশংসায় ভাসিয়ে যোগরাজ বলেন,'রোহিতকে নিয়ে অনেক বাজে কথা হচ্ছে। সে আমার পছন্দের ক্রিকেটার। তার ব্যাটিং দেখলে বোঝা যায়, সে একদিকে আর বাকি সবাই অন্যদিকে। এটাই তার ব্যাটিং ক্লাস। রোহিত, তোমাকে আমাদের আরও ৫ বছর দরকার।'
রোহিত শর্মা যদি আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলেন, তখন তাঁর বয়স হবে প্রায় ৪০ বছর। এমন বয়সেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য যোগরাজ দিয়েছেন বিশেষ পরামর্শ।
শুধু এখন নয়, ভবিষ্যতেও রোহিত খেলতে পারবেন বলেই বিশ্বাস যোগরাজের। তাঁর মতে, সঠিক ফিটনেস রুটিন অনুসরণ করলে ৪৫ বছর বয়স পর্যন্তও খেলতে পারেন রোহিত শর্মা।
তিনি বলেন, 'তাকে চারজন ট্রেনার দাও, প্রতিদিন সকালে ১০ কিলোমিটার দৌড়াক। নিজের ফিটনেস, ডায়েট, এবং শৃঙ্খলার দিকে নজর দিক। তাহলে সে আরও অনেক কিছু দেশের জন্য দিতে পারবে।'
বিডি প্রতিদিন/মুসা