নতুন মৌসুম শুরুর আগেই প্রকাশিত হলো উয়েফার হালনাগাদ ক্লাব র্যাঙ্কিং। যেখানে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ, যদিও গেল মৌসুমটা ছিল তাদের জন্য একরকম হতাশারই। একঝাঁক তারকা ও কিলিয়ান এমবাপ্পেকে দলে টানার পরও কোনো মেজর ট্রফি জিততে পারেনি স্প্যানিশ জায়ান্টরা।
তবে গত পাঁচ মৌসুমের ইউরোপিয়ান পারফরম্যান্সের ভিত্তিতে তৈরি হওয়া এই র্যাঙ্কিংয়ে এখনো শীর্ষে অবস্থান করছে লস ব্লাঙ্কোসরা। তাদের পয়েন্ট ১১৭.৫, যা আগের মৌসুমের তুলনায় ২৬ পয়েন্ট কম হলেও এক নম্বর জায়গাটি অটুট রয়েছে।
র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ (১০৮.২৫ পয়েন্ট), পেছনে ফেলেছে ম্যানচেস্টার সিটিকে। আর চমক হিসেবে তিন নম্বরে উঠে এসেছে ইন্টার মিলান, যাদের পয়েন্ট ১০৭.২৫।
চারে নেমে গেছে ম্যানসিটি (১০২.৭৫ পয়েন্ট), আর পঞ্চম অবস্থানে রয়েছে লিভারপুল (১০১.৫ পয়েন্ট), যাদের পারফরম্যান্সেও দেখা গেছে সামান্য অবনতি।
সবচেয়ে আলোচনার বিষয় হলো প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ও বার্সেলোনার অবস্থান। ট্রেবল জিতে এবং ক্লাব বিশ্বকাপে শিরোপা ঘরে তুলেও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি পিএসজির। বরং এক ধাপ পিছিয়ে তারা এখন ছয়ে (৯৪.৫ পয়েন্ট)।
লা লিগা, স্প্যানিশ কাপ ও সুপার কাপ জিতেও সেরা আটে জায়গা হয়নি বার্সেলোনার। তারা এক ধাপ উন্নতি করে এখন নবম স্থানে (৮৩.২৫ পয়েন্ট)।
এদিকে গত মৌসুমে বুন্দেসলিগার রানার-আপ বায়ার লেভারকুসেন র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে সাত নম্বরে (৮৫.২৫ পয়েন্ট), আর তাদের পরেই আছে বরুশিয়া ডর্টমুন্ড (৮৪.৭৫)।
দশম স্থানে রয়েছে ইতালিয়ান ক্লাব রোমা (৮০.৫ পয়েন্ট)। পর্তুগিজ ক্লাব বেনফিকা চার ধাপ এগিয়ে এখন ১১তম স্থানে (৭৭.৭৫ পয়েন্ট)।
বিডি প্রতিদিন/মুসা