বাংলাদেশের ফুটবলে মোহামেডান ও আবাহনীর নাম স্মরণীয় হয়ে থাকবে। ঘরোয়া ফুটবলে সব আসরেই তারা সর্বোচ্চ শিরোপা জিতেছে। তবে আগমনের অল্পদিনের মধ্যে বসুন্ধরা কিংস যেসব রেকর্ড গড়েছে, ৭৭ বছরের ইতিহাসে অন্য ক্লাবের পক্ষে তা সম্ভব হয়নি। ২০১৮-১৯ মৌসুমে পেশাদার ফুটবলে অভিষেক তাদের। এরই মধ্যে কি না টানা পাঁচবার লিগ জিতে নতুন ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। শুধু তাই নয়, ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ, চ্যালেঞ্জ কাপ ও নারী লিগ মিলিয়ে চ্যাম্পিয়নের ১৬ ট্রফি ঘরে তুলেছে। ১৯৪৮ সালে ঢাকা প্রথম বিভাগ লিগ দিয়ে ঘরোয়া ফুটবলের যাত্রা। ক্লাবগুলো অসংখ্য ট্রফি জিতলেও অল্প সময়ের মধ্যে ১৬ ট্রফি জেতা সম্ভব হয়নি কারোর। ওয়ান্ডারার্স, আবাহনী ও মোহামেডানের হ্যাটট্রিক লিগ জেতার কৃতিত্ব রয়েছে। কিন্তু টানা পাঁচবার একমাত্র বসুন্ধরা কিংসেরই।
ঘরোয়া ফুটবলে এত সাফল্য এলেও আন্তর্জাতিক পর্যায়ে শিরোপা জেতা হয়নি কিংসের। অথচ শুরু থেকে এএফসি কাপ খেলছে তারা। ১২ আগস্ট কাতারের দোহায় কিংস এএফসি চ্যালেঞ্জ লিগে বাছাই পর্ব ম্যাচ খেলবে। প্রতিপক্ষ সিরিয়ার আলকারা জাহর। এনিয়ে এশিয়ান ক্লাব ফুটবল আসরে কিংস টানা সাতবার খেলবে। আজই কাতারের উদ্দেশে দেশ ছাড়বেন কিংসের ফুটবলাররা। অতীতে দেশি-বিদেশি মিলিয়ে সবাই একসঙ্গে উড়লেও এবার শুধু ঢাকা ছাড়বেন স্থানীয়রা। বিদেশি, প্রবাসী ও হেড কোচ আলাদাভাবে দোহায় পৌঁছাবেন। অতীতে যাই ঘটুক তা নিয়ে ভাবছে না কিংস। এবার চ্যালেঞ্জ লিগে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত কিংস। ক্লাব সভাপতি ইমরুল হাসান বলেন, ‘সব সংগ্রহ মিলিয়ে দলের শক্তি আরও বেড়েছে। লোকালে রাকিব, সোহেল রানা, তপু বর্মণ, সাদ উদ্দিন, ফাহিমের পাশাপাশি যোগ দিয়েছেন মোহাম্মদ হৃদয়, শাহারিয়া ইমন, তাজউদ্দিন তানভীর। বিদেশিদের মধ্যে আছেন রাফায়েল, টনি, ডরিয়েলটন ও সানডে। সবচেয়ে বড় চমক প্রবাসী কিউবা মিচেল। কোচের দায়িত্ব পেয়েছেন সার্জিও ফারিয়াস। পজিশন বুঝেই দল সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট।’ ভিডিওতে প্রতিপক্ষের পারফরমেন্সের ধারণা নেওয়া হয়েছে। ক্লাব সভাপতি ইমরুল হাসান বলেন, ‘লক্ষ্য আমাদের গ্রুপপর্বে যাওয়া। বিশ্বাস করি তা আমরা পারব।’
বিডি প্রতিদিন/এমআই