ঢাকাই শোবিজের অন্যতম জনপ্রিয় ও মেধাবী অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটক, ওটিটি ও চলচ্চিত্র- তিন মাধ্যমেই নিজের প্রতিভার ছাপ রেখেছেন। এক দশকেরও বেশি সময় ধরে শোবিজ অঙ্গনে ধরে রেখেছেন নিজের দাপট। কিন্তু জানেন কি, জনপ্রিয় এ অভিনেত্রীর নাম স্পষ্টত ‘মেহজাবীন’ নয়! এ ছাড়াও পরিবারেও তাঁকে ‘মেহজাবীন’ বলে ডাকা হয় না, রয়েছে অন্য নাম। মেহজাবীন জানালেন, যাকে সবাই ‘মেহজাবীন’ বলে ডাকেন, আসলে তাঁর নামের সঠিক উচ্চারণ ‘মেহজাবী’-যেখানে শেষের ‘ন’ উচ্চারিত হয় না। ‘শুরুতে হয়তো সবাই আমার নাম ঠিকমতো উচ্চারণ করতে পারেনি কিংবা আমি ঠিকমতো বোঝাতে পারিনি। কিন্তু তারপর মনে হয়েছে যেটা সবাই ভালোবেসে ডাকছে সেটাই থাকুক। তাই আমার নাম মেহজাবীন নয়, আসলে মেহজাবী।’ অভিনেত্রী আরও জানান, তার পরিবার ও আত্মীয়স্বজন তাকে মেহজাবীন বলে ডাকেন না। বরং তারা তাঁকে ‘জেনিফার’ নামেই ডাকেন। বন্ধুদের কাছে তাঁর সংক্ষিপ্ত নাম ‘জেনি’ আর ভক্তরা ভালোবেসে তাকে ‘মেহু’ নামে ডাকেন। মেহজাবীন এ ভক্তদের দেওয়া নাম খুব ভালোবাসেন। এদিকে তানজিন তিশার পুরস্কার বাগিয়ে নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে মেহজাবীন বলেন, ‘আসলে বিষয়টি দুর্ভাগ্যজনক। এমনটা যদি আমার সহকর্মীর সঙ্গে হয়ে থাকে, সেটা আমার সঙ্গেও হতে পারে! তবে আমরা যখন পাবলিক প্ল্যাটফর্মে কোনো একটা সত্যকে উপস্থাপন করি সেটা আসলে পুরোপুরি বলা উচিত। তা না হলে এ ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, যেমন আমাকে দায়ী করছে অনেকে। এতে সহকর্মীদের সঙ্গে আমাদের সম্পর্ক আগের মতো থাকলেও ফ্যানদের মধ্যে ঝামেলা তৈরি হয়। তাই আমি বলব তার সঙ্গে যদি আসলেই অন্যায় হয়ে থাকে তাহলে পুরোপুরি ক্লিয়ার করা ভালো। কে তার সঙ্গে এমনটি করেছে, কেন করেছে, কোন অ্যাওয়ার্ডের ক্ষেত্রে এটা হয়েছে- পুরোটাই বলা উচিত। এটা তো এক ধরনের দুর্নীতি, তাই না? তাহলে আমরাও হয়তো ওই অ্যাওয়ার্ড শোগুলো অ্যাভয়েড করে যাব।’ তিনি আরও বলেন, ‘২০১৯ সালেও আমি দুটি পুরস্কার পেয়েছিলাম, এবারও পেয়েছি। আর এবার তো আমার শাখায় তিশার মনোনয়নই ছিল না। আসলে একটি বক্তব্যকে আজকাল সোশ্যাল মিডিয়ায় যেভাবে ঘুরিয়ে পেঁচিয়ে উপস্থাপন করা হয় তাতে যেসব ভক্ত অত স্ট্যাডি করে না তারা কিন্তু সত্যিই ভুল বোঝে।’ এদিকে বলিউডের প্রখ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজের নেটফ্লিক্সের সিনেমা ‘খুফিয়া’তে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন এ তারকা। তবে তিনি কাজটি ফিরিয়ে দেন। সে ছবিতে দেশের আরেক পরিচিত মুখ আজমেরী হক বাঁধনকে কাস্ট করা হয়। মেহজাবীন এ প্রসঙ্গে বলেন, ‘ছবিটা মুক্তির পর আমরা যা দেখেছি তাতে আমার মনে হয়েছে, আমরা সেরা ভার্সনটাই দেখেছি।
শিরোনাম
- ঢাকায় নিযুক্ত বিদেশি দূতদের শারদীয় শুভেচ্ছা
- সাত লাখ ফেডারেল কর্মীকে ছাঁটাইয়ের শঙ্কা, শাটডাউন এড়ানোর উপায় দেখছে না যুক্তরাষ্ট্র
- হাতীবান্ধা থানা অবরুদ্ধ মামলায় যুবদল নেতা আটক
- সিদ্ধিরগঞ্জে সাত কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- দোকানের ওপর উল্টে পড়লো নিয়ন্ত্রণহীন বাস, তিনজন নিহত
- দেশ অস্থিতিশীল করতে চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ ও ভারত : ফারুক
- তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি : হুমায়ুন কবীর
- মার্কিন সেনাদের যুদ্ধ প্রস্তুতির নির্দেশ, যা বললো রাশিয়া
- শরীয়তপুরে শিশু তায়েবা হত্যা মামলার তদন্তে নতুন মোড়
- বরগুনায় ডেঙ্গুর থাবা, নতুন আক্রান্ত আরও ৩৯
- এমসিসির প্রেসিডেন্ট পদে ইংল্যান্ডের স্মিথ
- রাচিন ছিটকে যাওয়ায় সুযোগ পেলেন জিমি
- জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত বিশ্বকে এগিয়ে আসতে হবে: উপদেষ্টা রিজওয়ানা
- মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ তিন সন্ত্রাসী আটক
- টেকনাফে যৌথ অভিযানে নারী-শিশুসহ ২১ জন উদ্ধার
- সিরাজগঞ্জে পুজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা টুকু
- মাদারীপুরে মাদকসহ তিনজন গ্রেফতার
- উখিয়ায় সেনা অভিযানে পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
- মহেশখালীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার
পরিবার-আত্মীয়স্বজন আমাকে জেনিফার বলে ডাকে : মেহজাবীন
পান্থ আফজাল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর