গাজীপুরের শ্রীপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রায়হান (১০) ও মাহিম (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রায়হান সাটিয়া বাড়ি গ্রামের শাহজাহান শিকদারের ছেলে এবং মাহিম একই গ্রামের রজ্জব আলীর ছেলে।
রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য মনিরা পারভীন জানান, দুই শিশু বাড়ির পাশের পুকুরপাড়ে বসে খেলছিল। এক পর্যায়ে তারা পানিতে পড়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর স্থানীয় এক কৃষক গরু আনতে এসে পুকুরপাড়ে তাদের স্যান্ডেল ও খেলনা পড়ে থাকতে দেখে সন্দেহ করেন এবং স্বজনদের খবর দেন। পরে ওই পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান বলেন, খেলতে গিয়ে পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক