গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগে মোড়ানো যুবকের খণ্ডিত লাশের অর্ধগলিত মাথা উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় টঙ্গীর বনমালা রেলগেট এলাকার ফকরুল ইসলামের বাড়ীর দ্বিতীয় তলার একটি কক্ষের টয়লেটের ফলস ছাদ থেকে সেই অর্ধগলিত মাথাটি পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করে পুলিশ।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগতরাতে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ফেলে যাওয়া ট্রাভেল ব্যাগে মোড়ানো যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করেন পূর্ব থানা পুলিশ। পরে খবর পেয়ে পিবিআই পুলিশ ঘটনাস্থলে পৌছে আঙ্গুলের ছাপ থেকে তার পরিচয় নিশ্চিত করেন।
নিহত যুবকের নাম মো. অলি (৩৭)। তিনি নরসিংদী জেলা সদরের করিমপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন বাসের হেলপার ছিলেন। এ ঘটনায় শুক্রবার রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনার পর তদন্তে নেমে ঘটনা সাথে জড়িত দুই জনকে আটক করেছে র্যাব। শনিবার দুপুরে চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর বনমালা এলাকা থেকে খণ্ডিত মাথাটি উদ্ধার করা হয়। তবে হত্যাকান্ডের রহস্য উদ্ধারে কাজ করছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম