শনিবার রাত ৮টা ৪০ মিনিটে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের কাছে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-রাজশাহী ও খুলনা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
জয়দেবপুর জংশনের সিনিয়র স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, ট্রেনটি হোম সিগন্যাল পার হয়ে স্টেশনে প্রবেশের সময় ভুল পয়েন্টের কারণে ব্রডগেজ লাইনের পরিবর্তে মিটার গেজ লাইনে ঢুকে পড়ে। এর ফলে ইঞ্জিন ও সঙ্গীয় একটি বগির চাকা লাইনচ্যুত হয়।
সহকারী স্টেশন মাস্টার আবুল হোসেন বলেন, রেলক্রসিংয়ের গুমটি ঘরে কর্মরত মাস্টার রফিউদ্দিন পয়েন্টস ম্যানদের সিগন্যাল পরিবর্তনের দায়িত্ব দেন। পয়েন্টস ম্যান ভুল লাইনের পয়েন্ট খুলে দেয়ায় এ দুর্ঘটনা ঘটে।
লাইনচ্যুত বগিগুলো আলাদা করে মৌচাকের দিকে সরানো হবে, যা হলে ওই লাইন দ্রুত ক্লিয়ার হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। ট্রেনটি প্রবেশের আগে গতি কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধার কাজের জন্য ঢাকায় রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণে জয়দেবপুর থেকে রাজবাড়ি ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বিডি প্রতিদিন/আশিক