বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান বলেছেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ড সাংবাদিকদের নিরাপত্তার কথা পুনরায় ভাবিয়ে তুলেছে। সত্যের পক্ষে কলম ধরার অপরাধে একজন সংবাদযোদ্ধার জীবন চলে যাওয়া শুধু একটি ব্যক্তির মৃত্যু নয়, এটি মুক্ত সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। আমরা দ্রুত তুহিনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
গাজীপুরে সাংবাদিক তুহিনকে গলা কেটে নির্মমভাবে হত্যা এবং সারা দেশে সাংবাদিক নির্যাতনের বিচারের দাবিতে গতকাল খুলনার গোয়ালখালী জাহাজের মোড়ে খুলনা অনলাইন প্রেস ক্লাব আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী ও খুলনার সাধারণ নাগরিক সমাজের নেতারা উপস্থিত ছিলেন। খুলনা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শাহবাজ জামান এতে সভাপতিত্ব করেন।