উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে আবারো কুড়িগ্রামে তিস্তা নদীর পানি অনেকটা বাড়ছে। উত্তরের ডালিয়া পয়েন্টে পানি দ্রুত বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে ভাটিতে নদ নদীর পানি দ্রুত বাড়ছে। জেলার ১৬টি নদ নদীর পানি নতুন করে বাড়ায় আবারো বন্যার পদধ্বনি দেখা দিয়েছে। সবচেয়ে তিস্তা নদীর পানি বেশি বেড়ে বিপৎসীমার অনেক কাছাকাছি বইছে।
শনিবার দুপুরে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় সবকটি নদনদীর পানি দ্রুত বেড়েছে। এতে তিস্তা নদীর পানি কাউনিয়ার সেতু পয়েন্টে ১৭ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার মাত্র ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও দুধকুমর নদের পাটেশ্বরী পয়েন্টে ১৬ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া এবং চিলমারী পয়েন্টে ৪-৬ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তাসহ সবকটি নদনদী অববাহিকার মানুষজন নতুন করে বন্যা আতংকে পড়েছেন। কয়েক দফা এসব নদীর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় শাকসবজি, মরিচ, ঢেড়শ ও অন্যান্য ফসল নষ্ট হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তা নদীর অববাহিকায় আগামী ৭২ ঘণ্টায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে নদীর পানি আবারও বাড়তে পারে এবং নতুন করে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে কুড়িগ্রাম জেলার তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, পানি কিছুটা বেড়েছে ঠিকই, তবে এখনই বড় ধরনের বন্যার শঙ্কা নেই। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। তবে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
বিডি প্রতিদিন/এএম