অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
তিনি বলেন, ‘সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে, যেখানে সাবেক সরকারি কর্মকর্তা এবিএম আবদুস সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা এই অভিযোগগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে ঢালাওভাবে অভিযোগ করা দায়িত্বজ্ঞানহীন এবং জনআস্থার জন্য ক্ষতিকর।’
আজ শনিবার মন্ত্রী পরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ড. শেখ আব্দুর রশীদ বলেন, ‘আমাদের প্রশাসন স্বচ্ছতা, সততা এবং জবাবদিহিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যদি আবদুস সাত্তারের কাছে কোনো অসদাচরণের বিশ্বাসযোগ্য প্রমাণ থাকে, আমরা তাকে যথাযথ আইনগত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে তা দ্রুত জমা দেওয়ার আহ্বান জানাই।’
তিনি বলেন, ‘যতক্ষণ না এমন প্রমাণ উপস্থাপন করা হচ্ছে, আমরা সকল অংশীজনকে স্মরণ করিয়ে দিতে চাই যে, জনপরিসরের আলোচনা অনুমান নয়, বরং তথ্যের ভিত্তিতে হওয়া সমীচীন।’
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্য
রাজধানীর বিয়াম মিলনায়তনে গত ৮ আগস্ট বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ) আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন’ শীর্ষক সেমিনারকে কেন্দ্র করে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর ও নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
গতকাল শনিবার রাতে বিএএসএ’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির মহাসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও সভাপতি মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত বক্তব্যে জানানো হয়, ‘সেমিনারের বিষয়বস্তু নিয়ে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির ভিত্তিতে বেশিরভাগ গণমাধ্যম সঠিক প্রতিবেদন প্রকাশ করলেও, কিছু গণমাধ্যম সেমিনারের মূল প্রবন্ধ ও বিষয়বস্তুর বাইরে উপদেষ্টাদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, যা সংগঠনের বক্তব্য নয়।’
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘সেমিনারটি ছিল একটি একাডেমিক আলোচনা, যেখানে দেশের জনপ্রশাসনের গতিপ্রকৃতি ও প্রত্যাশা নিয়ে বিভিন্ন পর্যায়ের বিজ্ঞজনেরা নিজেদের মতামত ব্যক্ত করেন। এছাড়া সেমিনারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের চারজন সদস্যও তাদের প্রত্যাশা ও আকাঙ্খা ব্যক্ত করেন। এসব তথ্য অ্যাসোসিয়েশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সঠিকভাবে উল্লেখ করা হয়েছে।’
বিডি প্রতিদিন/এমআই