মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বসতঘর থেকে সাবেক ছাত্রদল নেতা আব্দুর রাহিম রাফি (২৪)-এর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ, তবে পরিবারের সদস্যরা কারণ বলতে পারেননি।
চাচাতো ভাই আব্দুল হাদি চৌধুরী ঝুমন (৩৫) জানান, শুক্রবার রাফির স্ত্রী সন্তানকে নিয়ে বাবার বাড়ি যান। রাতে তিনি একাই ঘরে ঘুমান। শনিবার সকালে রাফির বন্ধু মাহি আহমেদ কাজে যাওয়ার জন্য ডাকতে গিয়ে তাকে খাটে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন।
কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নোভেল চাকমা ও পিবিআইর ইন্সপেক্টর বিকাশ চন্দ্র দাশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আশিক