বরিশালের হিজলায় ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ম্যানেজারের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চর মেমানিয়া গ্রামের লামিয়া ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মো. নোমান খান (৩৫) চর মেমানিয়া গ্রামের সিরাজ খানের ছেলে। সে লামিয়া ইটভাটার ম্যানেজারের দায়িত্ব পালন করতেন।
হিজলা থানায় ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, ইটভাটায় বিদ্যুত সংযোগ মেরামতের কাজ চলছিল। অসচেতনতার কারনে বিদ্যুস্পৃষ্ট হয় ম্যানেজার নোমান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এএম