আইসিসি প্রকাশিত নতুন টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট। ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিনি পুনরুদ্ধার করেছেন টেস্ট ব্যাটিংয়ের সিংহাসন।
বুধবার আইসিসির হালনাগাদ করা র্যাঙ্কিং অনুযায়ী, ৮৮৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে এসেছেন ৩৪ বছর বয়সী রুট। টানা ভালো ফর্ম ধরে রাখতে না পারায় শীর্ষস্থান হারিয়েছেন হ্যারি ব্রুক। লর্ডসে দুই ইনিংসে মাত্র ১১ ও ২৩ রান করা ব্রুক পিছিয়েছেন দুই ধাপ, নেমে গেছেন তিন নম্বরে (৮৬২)।
রুটের ওপরে উঠার পথে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন (৮৬৭)।
টেস্ট ক্যারিয়ারে এটি অষ্টমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন রুট। ২০১৪ সালে কুমার সাঙ্গাকারার পর তিনিই সবচেয়ে বয়সী ব্যাটসম্যান হিসেবে শীর্ষে উঠলেন।
বিডি প্রতিদিন/মুসা