ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বর্তমান বিশ্ব ক্রিকেটে সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্টগুলোর একটি। টুর্নামেন্টটির আগামী আসরের আগে দর্শকদের দুঃসংবাদ দিয়েছে কর্তৃপক্ষ। এখন থেকে মাঠে বসে ম্যাচ দেখতে গেলে আরও বেশি অর্থ খরচ করতে হবে দর্শকদের।
বুধবার (৩ সেপ্টেম্বর) Goods and Services Tax (GST) এর নতুন কাঠামো ঘোষণা করেছে দেশটির মোদি সরকার। আর সেই নিয়ম মানতে গিয়েই বাড়ছে আইপিএলের টিকিটের দাম। আগে আইপিএলের টিকিট কিনতে গেলে ২৮ শতাংশ জিএসটি দিতে হতো। এখন থেকে দিতে হবে ৪০ শতাংশ। অর্থাৎ জিএসটি কাঠামোর সর্বোচ্চ ধাপে রাখা হয়েছে আইপিএলের টিকিটকে। কেন্দ্রীয় সরকার আইপিএলের ম্যাচকে ব্যয়বহুল বিনোদন হিসেবেই দেখছে। তাই সবচেয়ে বেশি কর দিতে হবে।
ধরা যাক আইপিএলের কোনো ম্যাচের টিকিটের দাম ১০০০ রুপি। আগে করসহ দিতে হতো ১২৮০ রুপি। এবার থেকে সেটাই ১৪০০ রুপি হয়ে যাচ্ছে। একইভাবে ৬৪০ রুপির টিকিটের দাম বেড়ে হচ্ছে ৭০০ রুপি। ২০০০ রুপির টিকিটের দাম ২৫৬০-এর বদলে হচ্ছে ২৮০০ রুপি। তার পরে স্টেডিয়াম ফি এবং অনলাইন বুকিং বাবদ খরচও রয়েছে। ফলে এক লাফে কয়েকশো রুপি অতিরিক্ত খরচ হতে চলেছে।
আইপিএলের টিকিটের দাম বাড়লেও সাধারণ কোনো ক্রিকেট ম্যাচের টিকিটে ১৮ শতাংশই জিএসটি নেওয়া হবে। অর্থাৎ এক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। শুধু আইপিএলের মতো ‘প্রিমিয়াম’ খেলাধুলোর ক্ষেত্রে বর্ধিত হারে কর দিতে হবে।
বিনোদনের মধ্যে রয়েছে সিনেমাও। তবে সিনেমার টিকিটের দাম কমছে। আগে সিনেমার টিকিটের দামের সঙ্গে ১২ শতাংশ কর দিতে হতো। এখন থেকে সেটা কমে হয়েছে পাঁচ শতাংশ। তবে ১০০ রুপি বা তার নিচের দামের ক্ষেত্রে এই কর প্রযোজ্য। টিকিটের দাম ১০০ রুপির বেশি হলে ১৮ শতাংশ কর দিতে হবে।
তবে দেশটির আইএসএল বা প্রো কাবাডি লিগের ম্যাচগুলোর টিকিটও কি ৪০ শতাংশ করের আওতায় আসবে কিনা তা স্পষ্ট নয়।
সূত্র : আনন্দবাজার।
বিডি-প্রতিদিন/বাজিত