যশোরে দুটি স্বর্ণের বারসহ বাদশা শেখ (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বাদশা শেখ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পোদমোদী গ্রামের সোহেল শেখের ছেলে।
বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে বাদশাকে আটক করে। তার প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলোর মোট ওজন ২২৫ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৩৪ লাখ ৫৪ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা শেখ জানিয়েছেন, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করেছিলেন এবং সেগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরা সীমান্তের দিকে যাচ্ছিলেন।
আটক যুবককে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিডি প্রতিদিন/জামশেদ