বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় ম্যাচে নিজের ১৪তম ফিফটির দেখা পেয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। মাত্র ২৯ বলে অর্ধশতক ছুঁয়ে ফেলেন তিনি।
তার ফিফটির মধ্য দিয়ে ভাঙলেন দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সর্বোচ্চ ফিফটির রেকর্ড। সাকিব টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৩টি ফিফটির দেখা পান। ডাচদের বিপক্ষে প্রথম ম্যাচেই সাকিবকে ছুঁয়েছিলেন লিটন, এবার ছাড়িয়ে গেলেন।
বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৮ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন লিটন দাস।
তবে বৃষ্টির কারণে গতকালের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। বাংলাদেশের ব্যাটাররা ব্যাটিংয়ের সুযোগ পেলেও নেদারল্যান্ডস ব্যাট ধরার সুযোগ পায়নি। ডিএল মেথডে ম্যাচের ফলাফলের জন্য নেদারল্যান্ডসকে অন্তত ৫ ওভার খেলতে হতো। সেই সময়টুকুও দেয়নি বৃষ্টি। তাই শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়। তবে দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল টাইগাররা।
বিডি প্রতিদিন/এমআই