ইংল্যান্ডের বাঁহাতি স্পিন অলরাউন্ডার লিয়াম ডসন দীর্ঘ ৮ বছর পর টেস্ট দলে ফেরেন। ২০১৭ সালে সর্বশেষ টেস্ট খেলেছিলেন এই ক্রিকেটার, এবার ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের জন্য দলে ডাক পেয়েছেন।
ডসনের দলে ফেরার সুযোগ আসে শোয়েব বশিরের আঙুলে চোট পাওয়ার কারণে। যদিও বশির মাঠে থাকলে হয়তো ডসনের এই প্রত্যাবর্তন এত দ্রুত হতো না। ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার এখন তার পারফরম্যান্স দিয়ে দলকে প্রভাবিত করছেন।
২০২৩ ও ২০২৪ সালে ‘পিসিএ বর্ষসেরা’ পুরস্কার অর্জন করেছেন ডসন। হ্যাম্পশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে পেশাদার ক্রিকেটারদের সংগঠন তাকে সেরা হিসেবে স্বীকৃতি দিয়েছে। চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৯ ম্যাচে ১ সেঞ্চুরিসহ ৫৩৬ রান ও ২১ উইকেট নিয়েছেন তিনি।
ডসনের আন্তর্জাতিক ক্যারিয়ার মূলত সীমিত ওভারের ক্রিকেটে ছিল, ৬টি ওয়ানডি ও ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ইংল্যান্ডের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২৫ সালের ১০ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
এদিকে, লর্ডস টেস্টের তৃতীয় দিনে বশির কণিষ্ঠায় আঘাত পান। তবে চোট সত্ত্বেও তিনি শেষ ব্যাটার মোহাম্মদ সিরাজকে আউট করে ইংল্যান্ডকে রোমাঞ্চকর জয় এনে দেন। তবে বশির শেষ দুই টেস্টে দলের সঙ্গে থাকবেন না।
ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। চতুর্থ টেস্ট শুরু হবে আগামী ২৩ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে।
ইংল্যান্ডের চতুর্থ টেস্টের দল: হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন স্টোকস (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, লিয়াম ডসন, জেমি ওভারটন, স্যাম কুক, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টং ও ক্রিস ওকস।
বিডি প্রতিদিন/মুসা