শরীয়তপুরের নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদ বিএনপির এক নেতার বাসায় গিয়ে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন, এমন ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। পরিদর্শক সুরুজ উদ্দিন রবিবার নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমানের বাড়িতে যান। তাঁকে ফুলের মালা পরিয়ে দেওয়ার ছবিটি সোমবার ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে সুরুজ উদ্দিন বলেন, ‘মামলাসংক্রান্ত কাজে ওই বিএনপি নেতার বাড়ি গিয়েছিলাম। তাঁর গলার মালাটা ঠিক করে দিচ্ছিলাম। সে অবস্থায় কেউ হয়তো ছবিটি তুলেছেন।’ সুরুজ উদ্দিন ২০২৩ সালের ১৫ জুন শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানায় কর্মরত থাকা অবস্থায় সাময়িক বরখাস্ত হয়েছিলেন। গত বছর আওয়ামী লীগ সরকার পতনের পর তাঁর বরখাস্তের আদেশটি প্রত্যাহার হয়। চলতি বছরের ২৫ মার্চ নড়িয়া থানায় তাঁকে বদলি করা হয়।
স্থানীয় সূত্র জানান, নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শুভগ্রাম এলাকার বাসিন্দা মাসুদুর রহমান জার্মানপ্রবাসী। দেশে ফিরেছেন ৭ জুলাই। তিনি উপজেলা বিএনপির সহসভাপতি। তাঁর বাড়ি গিয়ে শুভেচ্ছা জানান নেতা-কর্মীরা। পরিদর্শক সুরুজ উদ্দিন রবিবার রাতে মাসুদুর রহমানের বাড়িতে যান।
এ ব্যাপারে বিএনপি নেতা মাসুদুর রহমান বলেন, ‘আমার এক আত্মীয়ের বিরুদ্ধে হত্যা মামলা ছিল। পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। তার পরও সিআইডি থেকে তাঁকে ফোন করা হয়েছিল। বিষয়টি জানতে চেয়েছিলাম। তাই তিনি আমার বাসায় এসেছিলেন। ওই সময় অনেকেই আমাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তখন হয়তো তিনি সেখানে দাঁড়ানো ছিলেন। কেউ হয়তো সেই ছবি ফেসবুকে দিয়েছেন।’
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্যা বলেন, ‘বিষয়টি আমার নলেজে এসেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’