রাজধানীর বনানীতে ৯ বছর বয়সী এক পথশিশুকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আল আমিন (২১)–কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বনানী থানার পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্ত আল আমিনকে শনাক্ত করে। পরে মহাখালীর টিভি গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় বনানীর মহাখালী কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশের একটি পরিত্যক্ত কক্ষে শিশুটিকে ধর্ষণ করা হয়। খবর পেয়ে বনানী থানার ওসির নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করে।
পরদিন ভুক্তভোগীর মা বনানী থানায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, আল আমিন মহাখালী বাস টার্মিনালে ভাসমান অবস্থায় বিভিন্ন পাবলিক পরিবহনে হেলপার হিসেবে কাজ করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
ডিএমপি জানিয়েছে, শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করছে এবং ভবিষ্যতেও জঘন্য অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আশিক