ঢাকাই চলচ্চিত্রের তারকাদের বিভিন্ন ধরনের পদবি বা খেতাব রয়েছে, যা তাঁদের জনপ্রিয়তার স্তর, অভিনয় দক্ষতা, অথবা চলচ্চিত্রের ইতিহাসে বিশেষ ভূমিকার কারণে দেওয়া হয়ে থাকে। যেমন- ‘নায়করাজ’ উপাধিটি রাজ্জাককে দেওয়া হয়েছে ‘কিংবদন্তি অভিনেতা’ হিসেবে তাঁকে সম্মান জানিয়ে। ‘মিষ্টি মেয়ে’ উপাধিটি মিষ্টি চেহারা ও মিষ্টি হাসির জন্য কবরীকে দেওয়া হয়েছিল। কিছু তারকা তাঁদের নামের সঙ্গে ‘চিত্রনায়ক’ বা ‘চিত্রনায়িকা’ এই পদবি যুক্ত করেন, যা তাঁদের চলচ্চিত্রের সঙ্গে জড়িত থাকার পরিচয় বহন করে। এখানে কিছুসংখ্যক উল্লেখযোগ্য তারকা এবং তাঁদের পদবির উদাহরণ দেওয়া হলো। যেমন- নায়করাজ রাজ্জাক, চলচ্চিত্রের ইতিহাসে ‘নায়করাজ’ উপাধিটি তাঁর নামের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। উপাধিটি তাঁর আকাশছোঁয়া জনপ্রিয়তাকে প্রমাণ করে। সত্তর দশকে রাজ্জাক যখন ১০০ ছবিতে অভিনয় পূর্ণ করেন তখন তাঁর সম্মানে চলচ্চিত্রকাররা একটি আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেন। সেই অনুষ্ঠানে উপস্থিত প্রখ্যাত সাংবাদিক ও চলচ্চিত্রকার আহমদ জামান চৌধুরী রাজ্জাককে ‘নায়করাজ’ উপাধিতে ভূষিত করেন। এরপর বেশ কিছুদিন পর আহমদ জামান চৌধুরী নায়ক সোহেল রানাকে ড্যাশিং হিরো উপাধি দেন। কবরী (সারাহ বেগম কবরী) ‘মিষ্টি মেয়ে’ হিসেবে পরিচিত ছিলেন, যা তার মিষ্টি অভিনয়, মিষ্টি হাসি এবং মিষ্টি চেহারার জন্য এ পরিচিতি লাভ করেন। অভিনেতা ফারুক পান ‘মিয়া ভাই’ খেতাব। কারণ গ্রামীণ প্রতিবাদী যুবক চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় দর্শকদের মনে দাগ কাটে। নয়নমনি, গোলাপী এখন ট্রেনে, নদের চাঁদ, সীমার, লাঠিয়াল, মিয়া ভাই প্রভৃতি গ্রামীণ গল্পের চলচ্চিত্রে দক্ষ ও মনোমুগ্ধকর অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রের অবিসংবাদিত ‘মিয়া ভাই’ হয়ে ওঠেন নায়ক ফারুক। অভিনেতা বুলবুল আহমেদ অভিনয় জীবনের শুরু থেকেই অনবদ্য অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে অনন্য স্থান গড়ে নেন। এ অভিনেতার অভিনীত ‘মহানায়ক’ ছবিটি এতটাই দর্শক নজর কাড়ে যে, এতে তাঁর বলিষ্ঠ অভিনয়ের জন্য দর্শকরা তাঁকে ‘মহানায়ক বুলবুল আহমেদ’ নামেই ডাকতে শুরু করেন। ঢাকাই চলচ্চিত্রে বলিষ্ঠ অভিনয় করে গেছেন আনোয়ার হোসেন। তাঁর অভিনীত প্রতিটি চরিত্রই ছিল মনে রাখার মতো। ‘নবাব সিরাজউদ্দৌলা’ ছবিতে সিরাজউদ্দৌলা চরিত্রে নিখুঁত ও প্রাণবন্ত অভিনয়ের জন্য তিনি ঢাকাই চলচ্চিত্রের ‘মুকুটহীন নবাব’ খ্যাতি লাভ করেন। অভিনেত্রী আনোয়ারা নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রে আলেয়ার ভূমিকায় অসাধারণ অভিনয় করে এখনো ‘আলেয়া’ হয়ে আছেন। নায়িকা শাবানা ছিলেন ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে সুন্দর মুখাবয়বের নায়িকা। তাই তাঁর নামের আগে দর্শক ও চলচ্চিত্রকাররা ‘বিউটি কুইন’ উপমা জুড়ে দেন। অভিনেত্রী ববিতা সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ ছবিতে অভিনয় করে আন্তর্জাতিকভাবে সম্মানিত হন। তাই তাঁকে ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা’ হিসেবে অভিহিত করা হয়। ষাটের দশকে সুজাতা প্রথম অভিনয় করেন ফোক গল্পের ছবি ‘রূপবান’-এর নাম ভূমিকায়। আর এ ছবির বিশাল সাফল্যে সুজাতার খেতাব হয়ে যায় ‘রূপবান কন্যা’। নায়ক উজ্জল একাধারে ‘নসীব’, ‘উছিলা’, ‘নালিশ’, ‘নিয়ত’-এর মতো অ্যাকশনধর্মী ছবিতে দুর্ধর্ষ অভিনয় করে তাঁর ভক্তদের কাছ থেকে ‘মেগাস্টার’ উপাধি লাভ করেন। নায়ক জাফর ইকবাল সত্তর দশকে অভিনয়ে এসে পোশাক পরিচ্ছেদ ও অভিনয়ে নিত্যনতুন ফ্যাশন আবিষ্কার করেন। তাই তাঁকে ‘ফ্যাশন আইকন’ নায়ক উপাধি দেওয়া হয়। ফোক ফ্যান্টাসি ছবিতে দারুণ অভিনয়ে নায়ক ওয়াসিম ‘ড্যাশিং হিরো’র খেতাব পান। আশির দশকে অ্যাকশন ছবি ‘লড়াকু’ দিয়ে চলচ্চিত্রে আগমন ঘটে মাসুম পারভেজ রুবেলের। ছবিটির সাফল্যে একাধারে মার্শাল আর্ট ঘরানার ছবিতে অভিনয় করে ‘অ্যাকশন হিরো’ হিসেবে পরিচিত হন তিনি। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে অভিনয় করে আবালবৃদ্ধবণিতা সবার মন জয় করে নেন নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালে অকালমৃত্যুর আগ পর্যন্ত এ নায়ক ২৭টি ছবিতে অভিনয় করেন। যার সবই ছিল দর্শকনন্দিত। অল্প সময়ের অভিনয় জীবনে বড় মাপের সাফল্য তাঁকে ঢাকাই চলচ্চিত্রের ‘সাফল্যের বরপুত্র’ হিসেবে অভিহিত করে। নায়িকা মৌসুমীকে অভিনেত্রী শাবানার পর ঢাকাই ছবির সবচেয়ে সুন্দরী বিবেচনায় তাঁকে ‘প্রিয়দর্শিনী’ খেতাবে আখ্যায়িত করা হয়। অন্যদিকে অপরূপা সুন্দরী নায়িকা পূর্ণিমাকে ডাকা হয় ‘মিষ্টি মেয়ে’ বলে। ২০১০ সালে অ্যাকশন ছবি ‘খোঁজ দ্য সার্চ’ নিয়ে বড়পর্দায় হাজির হন নায়ক এম এ জলিল অনন্ত। তাঁর অভিনীত প্রতিটি ছবিতে শ্বাসরুদ্ধকর অ্যাকশনসমৃদ্ধ অভিনয়ের কারণে তাঁকে ‘অসম্ভবকে সম্ভব করার নায়ক’ হিসেবে অভিহিত করা হয়।
শিরোনাম
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক মঙ্গলবার
- রুশ ড্রোনের অনুপ্রবেশ, ন্যাটোর অনুচ্ছেদ ৪ প্রয়োগের আহ্বান পোল্যান্ডের
- ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়ে উচ্ছ্বসিত তরুণরা
- সিরাজগঞ্জে জাল টাকাসহ কারবারি আটক
- বগুড়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা বাস্তবায়নে মতবিনিময়
- ৩৩ বছর পর বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন বৃহস্পতিবার
- চালু হলো নেপালের ত্রিভূবন বিমানবন্দর
- ডাকসুর ভোট জাতীয় নির্বাচনে প্রতিফলন করবে না : মান্না
- ম্যাক্রোঁর পদত্যাগ দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ
- আদমদীঘিতে ৫ শিক্ষার্থীকে নিয়ে পুকুরে ধসে পড়ল শ্রেণিকক্ষের মেঝে!
- হকারমুক্ত ফুটপাতের দাবিতে সিসিকের সামনে অবস্থান কর্মসূচি
- শ্রীপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
- কুয়েত সফরে যাচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ী দল
- ৯ দিনে এলো ১০১ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয়
- পশ্চিমা বিশ্বকে পরীক্ষা করছেন পুতিন: কিয়েভ
- লক্ষ্মীপুরে কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা পেলেন ২৩ সাংবাদিক
- গোবিপ্রবিতে কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল হাজিরা চালু
- সম্মেলনস্থল নিজেরাই পরিষ্কার করছে ঠাকুরগাঁও বিএনপি
- পৃথিবীতে বিচারহীনতার সবচেয়ে বড় উদাহরণ ফিলিস্তিন: শায়খ আহমাদুল্লাহ
- চীন-ভারতের ওপর ১০০% শুল্ক বসাতে ইইউ’কে ট্রাম্পের আহ্বান